কোটালীপাড়ায় যুবককে কুপিয়ে জখম
জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারি গ্রামে মিরাজ হাওলাদার (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাত্রে বানিয়ারি গ্রামের বাস্তখোলা নামক স্থানে এঘটনা ঘটে। সে ওই গ্রামের করাম আলী হাওলাদার এর ছেলে। আজ (২৯ আগষ্ট) সোমবার সকালে স্থানীয়রা মিরাজকে আশংঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্র জানায়, পূর্ব শত্রুতার যের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওয়ার্ড সদস্য মোঃ হাবিবুল্লা শেখ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই