টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা
জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা স্বাস্থ্য বিভাগ বঙ্গবন্ধু পরিষদ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ (২৬ আগষ্ট) শুক্রবার সকালে খুলনা জেলা স্বাস্থ্য বিভাগ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক এস এম আব্দুল মফিজের নেতৃত্বে নেতৃবৃন্দ সমাধীসৌধের দেবিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বাঙালি জাতির স্থপতি (বঙ্গবন্ধু) সহ ৭৫ এর ১৫ আগষ্টের শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাতা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তাফা আকঞ্জি, আসাদুজ্জামান, মোঃ আইয়ুব আলী ও শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই