জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

আব্দুর রহমান : ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘীতে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল অদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী প্রমুখ।

বক্তারা বলেন, জেলায় মোট জনসংখ্যা ১৯,৩১,১৫৫ জন। বার্ষিক মাছের চাহিদা ৩৫,২৪০ মে: টন। বার্ষিক উৎপাদন ১,২১,৮১১ মে: টন। এ জেলা থেকে জনগণের চাহিদা মিটিয়ে প্রায় ৮৬৫৭১ মেট্রিক টন মাছ ও চিংড়ী বিদেশে রপ্তানি এবং দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়।

জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমান ২,২৯,৬০৭ হেঃ। মোট আবাদী জমির পরিমান ১,৮৮,৬২৬ হেঃ। লবনাক্ত জমির পরিমান ১,৫৩,১১০ হেঃ। মোট পুকুর ৫০,০১৮ টি। মোট বাগদা চিংড়ি ঘেরের সংখ্যা ৫৪,৯৩৫টি। গলদা চিংড়ি ঘের ১১,৬৬২ টি। মৎস্যজীবী ৪২,১৮১ জন। মৎস্যচাষী ৭৬,৩৯৪ জন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, হ্যাচারি মালিক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় মৎস্য কর্মকর্তা, ব্যবসায়ী, মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই