সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত
‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০১৪। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক নাজমুল আহসান। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও সংগঠনের সমন্বয়ে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুব উন্নয়ন কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, “বর্তমান সরকার প্রত্যেক ঘরে ঘরে চাকরির কথা বলেছিলেন তাই বলে শুধু সরকারি চাকরি নয়, হতে পারে বেসরকারি চাকরি বা অন্য কোন কর্মসংস্থানের মাধ্যম এবং যুব উন্নয়নসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সমাজের যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে এজন্য পিতা-মাতাকে খেয়াল রাখতে হবে।” আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার রুহুল আমিন। অনুষ্ঠানে ১৭ জনকে যুব ঋণ হিসাবে ৮লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই