জে,এস,সি পরীক্ষার্থীদের চারুকারু প্রশিক্ষণ দিল হাতে খড়ি কলারোয়া
প্রতিটি শিশুর স্বপ্নীল শৈশব চাই এই স্লোগান কে সামনে রেখে ,শিশু সাংস্কৃতিক প্রতিষ্ঠান‘‘হাতে খড়ি’’ কলারোয়ার উদ্যোগে জে,এস,সি পরীক্ষার্থীদের চারুকলা প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে স্বমান ধন্য একটি কোচিং সেন্টারে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সোমবার সকালে সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা বাজারে অবস্থিত ঐ কোচিং সেন্টারটির পরিচালক মাষ্টার তানজের হোসেন এর আগ্রহে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ছাত্র/ছাত্রীদেরকে চারুকারু বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন হাতেখড়ির পরিচালক কাজী শাহিন। তাকে সহযোগীতা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সোহেল আহমেদ ও সন্বয়কারী একরামুল কবীর।ঐ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন জেএসসি পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
উল্লেখ্য হাতে খড়ি গত রবিবার সাতক্ষীরা সদর থানার তুলজপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
মন্তব্য চালু নেই