দিনে গরম রাতে ঠান্ডা : প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

হিমালয় কন্যার কাছাকাছি উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করায় হেমন্তের শীত দরজায় কড়া নাড়ছে। শীতের পদধ্বনী শুরু হয়েছে চারিদিকে।

দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই ঠান্ডা অনুভূত হচ্ছে তা থাকছে সূর্য ওঠার আগ পর্যন্ত। রাতে ফ্যান বন্ধ করে দিচ্ছে অনেকেই।

ভোর রাতের দিকে গরম কাপড় গায়ে জড়াতে হচ্ছে লোকজনদের। এতে করে সর্দ্দি কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিশেষ করে বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে পরিবারের সদস্যরা।

হাসপাতালে প্রতিদিন বাড়ছে সর্দ্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঋতু বৈচিত্রের কারনে এই জনপদের প্রকৃতিতে আগাম শীতে আগমন ঘটেছে।



মন্তব্য চালু নেই