কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ (১৯/৯/১৪)

## কলারোয়া সীমান্তে শাড়ি ও থান কাপড় উদ্ধার:
কলারোয়া সীমান্তে প্রায় ৪লাখ টাকার ভারতীয় শাড়ি ও থান কাপড় উদ্ধার করেছে বিজিবি। বৃহষ্পতিবার দুপুরের দিকে উপজেলার বোয়ালিয়া কাচা রাস্তা এলাকা ও ভোররাতে বাকঁসা সীমান্ত থেকে এগুলো উদ্ধার হয়। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়,কাকাডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বোয়ালিয়া থেকে ভারতীয় উন্নতমানের ৭৪পিচ শাড়ি ও বাকঁসা থেকে ১৪১মিটার শার্ট পিচের থান কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ৩লাখ ৭০হাজার ৮’শ টাকা।

## কলারোয়ার কেঁড়াগাছিতে চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে গণশুনানী:
কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে চোরাচালান রোধ, নারী-শিশু পাচার প্রতিরোধ ও এলাকার মানুষের সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে সাধারণ মানুষের সাথে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ড মেম্বরের অফিসে সাধারণ মানুষের সাথে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য তৌহিদুজ্জামান। কাকডাঙ্গা বিওপির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। এসময় উপস্থিত ছিলেন কাকডাঙ্গা বিওপির সুবেদার গোলাম সরোয়ার, ইউনিয়ন আ’লীগের সা.সম্পাদক মারুফ হোসেন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, পুলিশিং কমিটির সভাপতি মোনতাজ আলী, বীর মুক্তিযোদ্ধা মোসলেম হাজরা, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু প্রমুখ।

## অবৈধপথে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে দুই বাংলাদেশি আটক:
অবৈধপথে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে বিজিবি আটক করেছে। আটককৃতরা হলো- নোয়াখালির দক্ষিণ রাজারামপুর গ্রামের সাইফুল হকের পুত্র রুবেল মিয়া (২৬) ও কুমিল্লার এলাহিবাদ বাজার এলাকার আ.মতিনের পুত্র ফারুক আহম্মেদ (৩০)। বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া ১৭/৭ এস আর সীমান্তের সন্নিকট দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা ওই দুই বাংলাদেশিকে আটক করে। এঘটনায় চান্দুড়িয়া ক্যাম্পের নায়েব শাহিনুর রহমান বাদি হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-১৫, তাং-১৮/৯/১৪ইং) দায়ের করেছে বলে জানা গেছে।

## কলারোয়ায় প্রবাসীর বাড়িতে ১২লাখ টাকার মালামাল লুটের অভিযোগ:
কলারোয়ায় এক প্রবাসীর বাড়ীতে ১২লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত জমিরউদ্দিনের পুত্র মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম দফাদার (৫২) গত শনিবার দেশে ফেরেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০/১২ জনের একদল দুষ্কৃতিকারী গ্রীল ও তালা ভেঙ্গে শফিকুলের বাড়িতে প্রবেশে করে অস্ত্রের মুখে নগদ টাকা, মোটরসাইকেল, স্বর্ণের গহনাসহ ১২লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এব্যাপারে কোন অভিযোগ পাননি বলে কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।

## কলারোয়ায় ঢিলেঢালা হরতাল ॥ ছাত্রলীগের মিছিল-সমাবেশ:
কলারোয়ায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালা পালিত হয়েছে। হরতালের পক্ষে কোন কর্মকান্ডও চোখে পড়েনি। দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার যানবাহন না চললেও স্থানীয় যানবহানের চলাচল ছিল ব্যাপক। এদিকে, হরতালের বিরোধী মিছিল সমাবেশ করেছে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ। সকাল ১০টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শিমুল, মনি, সম্রাট, আশিক, জুয়েল, নয়ন, সাঈদ, সুজন, ইমরান, শিমুল, পলাশ, সাইফুল, আলমগীর, হাবিবুর, মামুন, জুয়েল, হৃদয়, ইনদাদুল, শরিফ, রনির নেতৃত্বে মিছিলটি পৌর বাজার প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

## কলারোয়ায় ইমাম মোয়াজ্জিম কল্যান ট্রাস্টের ওয়ারিন্টেশন:
কলারোয়ায় ইমাম মোয়াজ্জিম কল্যান ট্রাস্টের ওয়ারিন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মডেল রির্সোস সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য মাও. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আদম আলী, ফিল্ড সুপারভাইভার শাহাজান কবির, মডেল কেয়াটেকার মাও. সিরাজুল ইসলাম, মহিদুল ইসলাম, ইমাম মোয়াজ্জিম কল্যান ট্রাস্টের সদস্য মাও. ইব্রাহিম হোসেন, ইমাম শরিফুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই