অনলাইন পত্রিকার নীতিমালা পরীক্ষা নিরীক্ষা চলছে

অনলাইন পত্রিকার জন্য প্রণীত খসড়া নীতিমালা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘অনলাইন পত্রিকার নীতিমালা প্রণয়নে গঠিত উপ-কমিটি ইতোমধ্যে প্রস্তাবিত নীতিমালার একটি খসড়া করে মূল কমিটির কাছে উপস্থাপন করেছে। মূল কমিটি ওই খসড়া নীতিমালাটি পরীক্ষা নিরীক্ষা করছে। তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা প্রণয়নের জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে খসড়া নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটিকে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে।’

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য দেন।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানের দেশের ২৪টি পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড রোঁয়েদাদ বাস্তবায়ন করেছে। এখন পর্যন্ত ২৪টি পত্রিকায় অষ্টম ওয়েজবোর্ড রোঁয়েদাদ অনুযায়ী বিজ্ঞপন বিল পরিশোধ করা হচ্ছে।’

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী অষ্টম ওয়েজবোর্ড রোঁয়েদাদ অনুযায়ী যেসব পত্রিকায় বিজ্ঞাপন বিল পরিশোধ করা হয়- (১) দৈনিক প্রথম আলো (২) দৈনিক বাংলাদেশ প্রতিদিন (৩) দৈনিক কালের কণ্ঠ (৪) দৈনিক ইত্তেফাক (৫) দৈনিক আমাদের সময় (৭) দৈনিক যুগান্তর (৮) দৈনিক জনকণ্ঠ (৯) দৈনিক ভোরের পাতা (১০) দৈনিক বর্তমান (১১) দৈনিক ইনকিলাব (১২) দৈনিক মানবজমিন (১৩) দৈনিক বণিক বার্তা (১৪) দৈনিক আমার সংবাদ এবং (১৫) দৈনিক খবর।

ইংরেজি দৈনিকগুলোর মধ্যে রয়েছে- The Daily Star, the news Today, The Bangladesh Today, The Financial Express, The Independent, Dhaka Tribune, The Daily Observer, daily Sun, Daily New Nation.

মন্ত্রী বলেন, ‘অষ্টম মজুরি রোঁয়েদাদ-২০১৩ বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার সাংবাদিক, সাংবাদিক-শ্রমিক কর্মচারি ও সংবাদপত্রের মালিক প্রতিনিধিদের সমন্বয়ে কেন্দ্রীয়ভাবে আট সদস্যের একটি মিনিটরিং টিম গঠন করা হয়েছে। যার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালায় জনগণের মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে এমন বিষয় সন্নিবেশিত হয়নি।তবে সামাজিক নৈতিকতা, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের অধিকার সমুন্নত রাখার বিষয়ে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সম্প্রচারের মাধ্যমসূমহের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা এই নীতিমালায় আছে।’

এসময় মন্ত্রী সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত ও বাংলাদেশ গেজেটে প্রকাশিত জাতীয় সম্প্রচার নীতিমালায় অন্তর্ভুক্ত বিশেষ বিশেষ দিক সংসদে তুলে ধরেন।



মন্তব্য চালু নেই