২১আগস্ট গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবিতে কলারোয়ায় আ.লীগের সমাবেশ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও ঘাতকদের ফাঁসির দাবিতে সমাবেশ করেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগ।
রোববার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফু
ল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, আ.লীগ নেতা অধ্যাপক মনিরুজ্জামান (মন্ময় মনি), সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আ.রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু প্রমুখ।
সভাটি পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মল্লিক রবি।
মন্তব্য চালু নেই