কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

কামরুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
রোববার সকাল ১০টায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়ায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
কলারোয়ায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

২০১৫-১৬ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ১৬১ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ২হাজার ৫’শ টাকা করে মোট ৪লাখ ২হাজার ৫’শ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে ইউএনও উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

কলারোয়ায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিপিএ-৫ প্রাপ্ত এক কৃতি শিক্ষার্থী।
কলারোয়ায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিপিএ-৫ প্রাপ্ত এক কৃতি শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও.আয়ুব আলী, গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কৃতি শিক্ষার্থী নওশিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।



মন্তব্য চালু নেই