সাতক্ষীরার কিছু খবর

সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারনের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা স্বদেশ-সাতক্ষীরা,সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র,বাংলাদেশ ভিশন ও প্রথম আলো বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজহার হোসেন,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,বাসদ নেতা আজাদ হোসেন বেলাল,অধ্যক্ষ আঃ হামিদ,মাধব দত্ত প্রমুখ।
বক্তারা বলেন,ইতোমধ্যে কমপক্ষে ১০০ কিলোমিটার উজান ও ভাটিতে তেল ছড়িয়ে পড়েছে। সুন্দরবনের পার্শ্ববর্তী নদী ও খালগুলি থেকে থেকে ফার্নেস তেল তুলে আনার কোনো বিকল্প নেই। বক্তারা সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদীতে ঝুকিপূর্ন বানিজ্যিক পন্য চলাচল নিষিদ্ধ করার দাবী জানান। তারা বনকে ঘিরে সকল বানিজ্যিক কর্মকান্ড বন্ধ রাখার ব্যবস্থা গ্রহনসহ আগামী ৫ বছরের জন্য সুন্দরবনকে অভয়ারণ্য ঘোষনা করার দাবী জানান।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু আহমেদ। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সভাপতি আনিছুর রহিম, বাসসের জেলা প্রতিনিধি অরুন ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দেশটিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, খবরপত্রের রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের শিক্ষা গ্রহণ করে স্বাধীনতাবিরোধীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।
সাতক্ষীরায় যুবলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে মাবনবন্ধন
সাতক্ষীরা জেলা যুবলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে মাবনবন্ধন কর্মসূচি পালন করেছে পদ বঞ্চিত নেতা-কর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা শেখ জুলফিকার রহমান উজ্জল, কাজী আক্তার হোসেন, আসাদুজ্জামান লিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এ সময় বক্তারা কেন্দ্র ঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগের পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান।



মন্তব্য চালু নেই