সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সাতক্ষীরার কলারোয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে আয়োজিত ওই অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শহীদ মিনার ও ‘স্বাধীনতা’ চত্বরে শতাধিক মোমবাতিতে আলো প্রজ্জ্বলন করে শহীদদের চেতনাকে ধারণ-লালন করে তা ভবিষ্যত প্রজন্মের পালনের আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কপাই সভাপতি অধ্যাপক আবুল খায়ের। কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা। Mombati Projjolonঅনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ.সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, মনিরুল ইসলাম মনি, রিপোটার্স ক্লাবের প্রচার সম্পাদক জুলফিকার আলী, শিক্ষক নেতা হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মাস্টার বদরুজ্জামান বিপ্লব, হরেন্দ্রনাথ রায়, অধ্যাপক রামাকান্ত সরকার, সন্তোষ পাল, উপজেলা চেয়ারম্যানের পুত্র শিশু শিল্পী উচ্ছাস, স্বাধীন প্রমুখ।

 

১০লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার:
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রায় ১০লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রবিবার বিকেলে উপজেলার গাড়াখালী সীমান্ত এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির সুবেদার ফয়েজ উদ্দীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, ভারতীয় উন্নত মানের ১৪পিচ জর্জেট শাড়ি, ৬৬পিচ শাল ও ১হাজার ৮’শ ২০পিচ বিভিন্ন নামীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার হয়। এগুলোর আনুমানিক মূল্য ৮লাখ ৮১হাজার টাকা। অপরদিকে, মাদরা বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার রাতে সীমান্তবর্তী বোয়ালিয়া থেকে ভারতীয় ২০পিস শাড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চন্দনপুরে যুবলীগের আলোচনা সভা:
কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় চন্দনপুর হাইস্কুল চত্বরে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন। যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়নের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, যুবলীগ নেতা আব্দুল্যাহ, মুরাদ, কবির, তুহিন, শহীদুল, সেলিম, সেন্টু প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

স্থানীয় সরকার শক্তিশালীকরণে কলারোয়ায় এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত:
স্থানীয় সরকার শক্তিশালীকরণ কার্যক্রম বিষয়ক কলারোয়া উপজেলা এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরার কলারোয়ার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। News-photo-14-রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। কলারোয়া ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, ইউপি চেয়ারম্যান ডা.রমজান আলী, প্রভাষক সাইফুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা নুরুল আশিকীন, শহীদ হোসেন, রেজাউল হায়াৎ, পলাশ কুমার বিশ্বাস, সালমা খাতুন, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদকে গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে আরো কার্যকর এবং গতিশীল করার জন্য সুশাসন ও সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।



মন্তব্য চালু নেই