সাতক্ষীরায় ট্রাক উল্টে পুকুরে, প্রাণ গেল দুজনের
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া এলাকায় নদী খননে ব্যবহৃত মেশিন বহনকারী একটি ট্রাক উল্টে পুকুরে পড়েছে। এতে দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। তাঁদের মধ্যে রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
নিহত দুজনের লাশ তালা থানায় নেওয়া হয়েছে। ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী খনন মেশিন) নিয়ে তালা থেকে জেঠুয়ার কপোতাক্ষ তীরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে।
মন্তব্য চালু নেই