সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

‘অন্ন-বস্ত্র-বাসস্থান, মাছ চাষে সমাধান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা মৎস্য ভবনে মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল অদুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান। তিনি বলেন, “বর্তমান সরকার মাছ চাষে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। জাতীয় অর্থনীতিতে ও দারিদ্র বিমোচনে মাছ চাষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিভাবে মাছ চাষ করলে আমরা আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো সেদিকে খেয়াল রাখতে হবে।” এসময় আরো বক্তব্য রাখেন আবু বকর ছিদ্দীক, মাহবুবুর রহমান, অর্চনা রানী মন্ডল, প্রণব ঘোষ বাবুল আ.স.ম আব্দুর রব, আশরাফুল করিম সেলিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী।



মন্তব্য চালু নেই