সাতক্ষীরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পিএন স্কুল এন্ড প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় সাতক্ষীরা পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি বলেন, “একটি দেশের উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা’র বিকল্প নেই। যে দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি যত বেশি, সে দেশের জনগনের মাথাপিছুু আয় তত বেশি। সুতরাং তথ্য প্রযুক্তি’র এই যুগে একটি দেশ ও জাতিকে উন্নয়নের চরম শিখরে পৌছাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।” আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যানন্দ সরকার।



মন্তব্য চালু নেই