মংলায় ৩ নম্বর সতর্কতা

উপকূলে ঝড়ো হাওয়া, পণ্য খালাস ব্যাহত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার বিকেল থেকেই মংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বইয়ে যাচ্ছে। একই সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলাবন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারবাহী জাহাজের পণ্য বোঝাই ও খালাস এবং পরিবহণ কাজ ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অফিস থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই