সাতক্ষীরার কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছে কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার বিকেলে এ উপল্েয আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতীরা-১ আসনের সংসদ সদস্য এবং ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যানদ্বয় আমিনুল ইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.হামিদ সরদার, শিাবিদ অধ্যাপক এমএ ফারুক, জেলা আ’লীগের সদস্য আরাফাত হোসেন ও উপজেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আ.রউফ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সভাপতি আ.রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, আ’লীগ নেতা মাস্টার নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সহ.সভাপতি ফারুকুজ্জামান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাঈদ, ইব্রাহিম খান, পৌর আহবায়ক ফিরোজ জোয়াদ্দার, আলফাজ, লাভলু, মফিজ, জুয়েল, আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু। পরে স্বেচ্ছাসেবকলীগের পরিচিতি সভা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই