বেনাপোলে পুলিশ-শিবিরের বন্দুকযুদ্ধ ২ শিবির কর্মী গুলিবিদ্ধ ॥ ২ পুলিশ আহত

সোমবার গভীর রাতে বেনাপোলের শিকড়ী গ্রামে পুলিশের সাথে শিবিরের বন্দুকযুদ্ধে ২ শিবির নেতা গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে ২ পুলিশ সদস্য। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি ও দুটি হাতবোমা উদ্ধার করেছে । বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, সোমবার রাতে বেনাপোলে মহিষাডাংগা গ্রাম থেকে শিবিরের যশোর জেলা পশ্চিমাঞ্চলীয় শাখার সাধাারণ সম্পাদক রুহুল আমীন ও বেনাপোল পোর্ট থানা পৌর শিবিরের সভাপতি আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসার পথে শিকড়ী বটতলা এলাকায় পৌছালে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ আত্মরার্থে তাদের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে রুহুল আমীন ও আবুল কাশেম গুলিবিদ্ধ হয়। এ সময় বেনাপোল পোর্ট থানার দারোগা শফিকুল ইসলাম ও হুমায়ুন কবীর আহত হয়। গুলিবিদ্ধ শিবির নেতা রুহুল আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার আ: কুদ্দুসের ছেলে ও আবুল কাশেম বেনাপোল’র অগ্রভুলোট গ্রামের মিজানুর রহমানের ছেলে। গুলিবিদ্ধদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই