দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মায়ের কুলখানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির মাতা মরহুমা বেলো বিবির কুলখানি উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা চেয়ারম্যানের চাঁদপুরস্থ বাসভবন চত্বরে কোরআনখানি, কাঙ্গালী ভোজ সহ দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে উপজেলার ১৭ টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ও এতিমদের অংশগ্রহনে কোরআনখানি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহন করেন ও কোরআন হাদিসের আলোকে আলোকপাত করেন নলতা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু সাইদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুস সবুর, দেবহাটা উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান, উত্তর পারুলিয়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা আশরাফ হোসেন, হাদীপুর হোসনেয়ারা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা কবির হোসাইন, চিনেডাঙ্গা গাজীপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ জি.এম আব্বাসউদ্দীন, হাফেজ মাওলানা আব্দুল্লাহেল কাফি প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি মুনসুর আহমেদ, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবর রহমান, দেবহাটা উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক মিজানুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজারেরও বেশী মানুষ কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই