এলজিইডির আয়োজনে মাধ্যমিক পর্যায়ে

দেবহাটায় উপবৃত্তি বিতরনে অবহিতকরন সভা

দেবহাটায় উপজেলা এলজিইডির আয়োজনে বিআরডিবি মিলনায়তনে সোমবার সকাল সাড়ে ১০ টায় মাধ্যমিক পর্যায়ে সেকায়েপ প্রকল্প উপবৃত্তি বিতরন সংক্রান্ত এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল হোসেন, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, এসএমসির সভাপতি গোলাম ওয়ারেশ, এসএমসির সভাপতি আনোয়ারুল হক, এসএমসির সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সখিপুর ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাকিয়া বেগম, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি শিক্ষকদেরকে দেশ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে শিক্ষাদানের পাশাপাশি তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি ছোটবেলা থেকে প্রতিটি সন্তানকে সঠিকভাবে গড়ে তুলে শহরের লেখাপড়ার সাথে আমরা যেন প্রতিযোগীতায় টিকে থাকতে পারি সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান। সভাপতি মাধ্যমিক স্তরের গুনগত শিক্ষার মান নিশ্চিত করা এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দ্যেশ্য উল্লেখ করে যারা দরিদ্র ও অসহায় তারা যেন সরকারের এই সুফল পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার অনুরোধ জানান। কর্মশালায় অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক সহ এসএমসির সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই