মধ্যবর্তী নির্বাচন না দিলে মধ্যবর্তী সর্বনাশ হবে

ক্ষমতাসীনরা মধ্যবর্তী নির্বাচন না দিলে তাদের মধ্যবর্তী সর্বনাশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘মধ্যবর্তী নির্বাচনের কোনও সম্ভবনা নেই’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপিকে আটক রেখে তারা মূলত নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে। কিন্তু তারা মধ্যবর্তী নির্বাচন না দিলে তাদের মধ্যবর্তী সর্বনাশ অনিবার্য।’

‘১৯৭৪ সালের দূর্ভিক্ষ আর ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ৭৪ সালের মানবিক বিপর্যয়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে মূলত নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। আর এই ব্যর্থতা ঢাকার চেষ্টা তার বাবা শেখ মুজিবুর রহমানও করেছিলেন কিন্তু পারেননি।’

রিজভী বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ২য় বাকশাল গঠন করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাই এখন শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচন না দিয়েই দেশ পরিচালনার ষড়যন্ত্র করছেন। আর এই ষড়যন্ত্রের ঘষেটি বেগম স্বয়ং প্রধানমন্ত্রী।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা বাকশালী কায়দায় দেশে হত্যা, গুম ও নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের এই সকল অপকর্মের বিরুদ্ধে পথে, ঘাটে ও গ্রাম-অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এসময় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই