ঠান্ডা জনিত রোগে আক্রান্ত সাতক্ষীরার কলারোয়ার নারী-শিশুসহ ১৭জন
সাতক্ষীরার কলারোয়ায় ঠান্ডা জনিত কারণে গত এক সপ্তাহে ১৭জন নারী, পুরুষ ও শিশু ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। কলারোয়া হাসপাতাল সূত্র রোববার এ তথ্য জানায়। জানা গেছে, গত এক সপ্তাহে ঠান্ডা জনিত কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন উপজেলার বামনখালী গ্রামের নাজমুল হোসেনের কন্যা অরনি (১), গোপিনাথপুরের মৃত. ইদু খার পুত্র আতিয়ার রহমান (৭২), সাতক্ষীরা বাকুড়া এলাকার মনিরুল ইসলামের পুত্র কায়ুম (৫), সোনাবাড়ীয়ার আমির হোসেনের কন্যা জান্নাতুল (১৩), গোবিন্দকাটির আজমলের কন্যা অনিশা (৩), জালালাবাদ গ্রামের আলী হোসেনের পুত্র সাইদুর (১৯), তালুনদিয়া গ্রামের আজিজুল ইসলামের কন্যা রাব্বাইয়া (১), কাকডাঙ্গার জয়নুলের পুত্র আ. রহিম, মেহমানপুরের আ. মজিদের স্ত্রী স্বরবানু (৫০), শ্রীপতিপুরের আবু তালেবের পুত্র তৌফিক (১৮মাস), ক্ষেত্রপাড়ার আনিছুর শেখের পুত্র আরাফাত (১৪), পাটকেলঘাটার চমোরখালীর রবিউল ইসলামের পুত্র রিফাত (৯), ঝাপাঘাটের মিঠুর পুত্র আসিফ (৮), গণপতিপুরের সুশান্ত ঘোষের স্ত্রী সোনালী (৩০), খোরদো গ্রামের আনিছুর রহমানের পুত্র রিয়াদ (১৭মাস) ও তুলসীডাঙ্গা গ্রামের আজিজুরের স্ত্রী রাফিজা (৩৫)। কলারোয়ায় হাসপাতালের আরএমও ডা.কামরুল ইসলাম জানান, ঠান্ডা কম হলে এ অবস্থা কেটে যাবে। হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন।
মন্তব্য চালু নেই