খাস জমির রিসিভার বাতিল ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকের সরকারি খাস জমির রিসিভার বাতিল, রিসিভার গ্রহনকারী সরকারী কৌশলীর অপসারন ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরন করার দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে ভুমিহীনরা। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা বাস্তুহারা লীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা নাগরীক কমিটির সদস্য সচিব এড আবুল কালাম আযাদ, জেলা বাস্তুহারালীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল চিহ্নিত ভুমিদস্যুদের মদদে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ভুমিহীন জনপদে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এ সময় তারা দ্রুত সরকারি খাস জমির অবৈধ রিসিভার বাতিল করে প্রকৃত ভুমিহীনদের মাঝে রিসিভার প্রদানের দাবী জানান। একই সাথে আদালত থেকে রিসিভার গ্রহন কারী জেলা জজ কোর্টের সরকারি কৌশলি (জিপি) গাজী লুৎফর রহমানকে অপসারনসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরন করার দাবি জানান।###



মন্তব্য চালু নেই