কোটালীপাড়ায় শিক্ষকদের বদলী ঠেকাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একমাত্র কারিগরী শিক্ষা-প্রতিষ্ঠান টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা তাদের প্রাণ প্রিয় শিক্ষকদের বদলী ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে।

আজ (২৮ আগষ্ট) রবিবার শিক্ষা-প্রতিষ্ঠান এর ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে আসে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিলাল হোসেন এর আশ্বাশে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে ফিরে যায়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে সুমন দাড়িয়া, মোবিন শিকদার, আশিকুর খাঁন,মোহনা খানম ও বনানী দাস সাংবাদিকদের বলেন, আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানটির সাত জন শিক্ষকদের মধ্যে চারজন শিক্ষককে একত্রে বদলী করা হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসে আমাদের পরিক্ষা রয়েছে। এই মুহুর্তে চারজন শিক্ষকে বদলী করা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন জানান, ওই শিক্ষা-প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে (বদলীর) বিষয়টি নিয়ে আলাপ করেছি। যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার কোন ক্ষতি না হয় আমরা সেই ব্যবস্থা করব।



মন্তব্য চালু নেই