কোটালীপাড়ায় বাল্য বিয়ে বন্ধ, কনের বাবার জরিমানা

জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক জিলাল হোসেনের হস্থক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ইতি আক্তার (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। বুধবার বিয়ের দিন ধার্য ছিল। বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে একহাজার জরিমানা ও মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার দেলোয়ার শেখের কন্যা ও উত্তর কোটালীপাড়া রাম মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তারের সঙ্গে তারাশী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে ইউএনও বিয়ের দিন বুধবার দুপুরে দেলোয়ার শেখের বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন এবং বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে কনের পিতাকে জরিমানা ও মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।



মন্তব্য চালু নেই