কোটালীপাড়ায় কুমার গদী থেকে কিশোরের লাশ উদ্ধার

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখোঁজ এর চারদিন পর আজ শনিবার সকালে শৈলধা (ঘাঘর) নদীর কুমার গদী ভাঙ্গা নামক স্থান থেকে আলী মল্লিক (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। নিহত আলী মল্লিক জেলার কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের আলম মল্লিক এর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক জানান, ওই কিশোর গোপালপুর করিমুননেছা উচ্চ বিদ্যালয় গেটে আমড়া বিক্রি করত। গত বুধবার আমড়া বিক্রি করতে এসে সে আর বাড়ী ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখোঁজি করে আলীকে না পেয়ে গত বৃহস্পতিবার আলীর বাবা আলম মল্লিক কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন, যার নং ৭১০। আজ সকালে আলীর বাবা বাড়ীর দক্ষিন পাশে কুমার গদী ভাঙ্গা নামক স্থানে ছেলের লাশ দেখে কান্নাকাটি শুরু করলে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাদতন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্য চালু নেই