কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জ সংবাদদাতাঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭ নং হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) মুন্সী এবাদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত্রে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ অর্থ ও বিপুল পরিমান স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিয়ে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির নিচ তলার দরজা ভেঙে ঘুমন্ত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোতালায় গিয়ে তাদের (কর্মচারী) দিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে তুলে অস্ত্রের মুখে একে একে সকলকে জিম্মি করে ফেলে। ইউপি চেয়ারম্যানকেও অস্ত্রের মুখে জিম্ম করে ফেলে ডাকাতরা। পরে আলমারি থেকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে চলে যায় ডাকাতরা। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই