কাশিয়ানির মধুমতিতে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ৭

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মধুমতি নদীতে কালনা ফেরিঘাটে নৌকাডুবিতে বাঁধন মুন্সি (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৬ জন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। স্থানীয় লোকজন নৌকা নিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। খুলনা থেকে ডুবুরিদের একটি দল উদ্ধার কার্যক্রম চালানোর জন্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নৌকাটি নড়াইলের লোহাগাড়ার কালনা ফেরিঘাট থেকে ১৬/১৭ জন যাত্রী নিয়ে কাশিয়ানীর শংকরপাশা ফেরি ঘাটে আসছিল। ফেরিঘাটে খেয়া নৌকাটি কাশিয়ানীর কালনা (শংকরপাশা) অংশে ভেড়ানোর আগ মুহূর্তে অন্য একটি ট্রলার নৌকার সঙ্গে ধাক্কা দেয়। এতে প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে এক শিশু নিখোঁজ হয় বলে তার মা মিনা বেগম নিশ্চিত করেছেন। তিনিও ওই নৌকায় দুই শিশুকে নিয়ে পার হচ্ছিলেন।

এ সময় স্থানীয়রা ৯/১০ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও অন্তত ৭ জনকে তারা উদ্ধার করতে পারেনি বলে জানান।



মন্তব্য চালু নেই