কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের আলোচনা সভা
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: গরীব অসহায় মানুষের সেবা করার লক্ষে দুর্নীতি মুক্ত ও নির দলীয় সংগঠন কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টায় জিকেএমকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়ার বিশিষ্ট ডাঃ আমানুল্লাহ আমানে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য খায়রুল ইসলাম, কমিটির প্রধান উপদেষ্টা জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফরিদুজ্জামান ফরিদ, সরদার রনি, নব-কমিটির সভাপতি মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান গরীব দুখের বন্ধু জনদরদি আফজাল ফোয়াদ অভি, সাধারণ সম্পাদক হলেন, ছাত্র তাইমুয় আরেফিন তন্ময়, সহ-সভাপতি হলেন শাহ হাবিব মাহমুদ হাবিব, নিয়াজ মোরশেদ লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত, ইমরান হোসেন, আল আমিন, বিপ্লব হোসেন, মীর নাজিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রানা, শেখ মুন্না, আল ইমরান, শেখ আমানুল্লাহ, কমিটির সদস্য বকুল, ইমন, মুজাহিদ, লাম, সুমন, ইমরান, অভি, রনি, রাব্বি, উজ্জল, আকতারুল ইসলাম, মোরশেদ, সাব্বির, রুবেল, আহসান তন্ময় প্রমুখ। আলোচনা সভায় মালয়েশিয়া প্রবাসী আফজাল ফোয়াদ অভি বলেন, এই কমিটি গঠন হয়েছে শুধৃু মাত্র গরীব অসহায় মানুষের সেবা করার জন্য। এটি সম্পূর্ণ নির দলীয় সংগঠন, দরিদ্র মুক্ত করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান সহ-সভাপতি শাহ হাবিব মাহমুদ হাবিব বলেন, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ আছে থাকবে। গরীব অসহায় মানুষের সেবা করবে। এটাই আমাদের প্রত্যাশা।
মন্তব্য চালু নেই