কলারোয়ায় দুই ভারতীয়সহ ৬ ব্যক্তি আটক

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যদের পৃথক অভিযানে ভারতীয় দুই মহিলাসহ ৬ ব্যক্তি হয়েছে। শনিবার সকালে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত ও চন্দনপুর ইউনাইটেড কলেজের সামনে থেকে এদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ভারতের উত্তর-২৪ পরগণা জেলার হাওড়া থানার গোবরডাঙ্গা গ্রামের স্বরজিৎ দাশের স্ত্রী নারায়নী দাশ (৫০), একই জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর গ্রামের অনীল বালার স্ত্রী শান্তি বালা (৪৫), বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈদ্যপুর গ্রামের মৃত. জামাল উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৫২), বড়ালী গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে আবু মুছা (৩৫), সোনাবাড়িয়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে বাচ্চু হোসেন (২১), ব্রজবাকস গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। এদিকে, উপজেলার কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের লান্স নায়েক এনামুল হক সাংবাদিকদের জানান, শনিবার দুপুর ১টার দিকে তার নেতৃত্বে কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৩ আরবির নিকট টহলকালে ভারতীয় নারায়নী দাশ ও শান্তি বালা অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে বৈধ কাাগজ পত্র না দেখাতে পারায় তাদেরকে থানা পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে, কলারোয়া থানার এসআই মহিদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর কলেজের সামনে থেকে মাদক সেবন অবস্থায় ৫ পিচ ইয়াবা ও ৩ পুলিয়া গাঁজাসহ আবু মুছা, সহিদুল ও বাচ্চুকে আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই