কলারোয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কলারোয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় এমআর ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের হাতে বৃত্তির টাকা তুলে দেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

কলারোয়ায় এমআর ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, অধ্যাপক নিমাই মন্ডল, কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার গোলাম মেস্তাফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান প্রমুখ।

বামনখালি হাইস্কুলের প্রধান শিক্ষক এমআর ফাউন্ডেশন’র প্রতিনিধি শফিউল আজম শেলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, করারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলফিকার আলী, আরিফ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৩ জন মুক্তিযোদ্ধা সন্তানের হাতে শিক্ষা বৃত্তির ২৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মিজানুর রহমানের অর্থায়নে এমনিভাবে প্রতিবছর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের সন্তানদের শিক্ষা সহায়তা হিসাবে এ বৃত্তি দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।



মন্তব্য চালু নেই