কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিন¤্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়ানুষ্ঠান, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা ও আলোচনা, বিভিন্ন প্রতিষ্ঠানে খেলা-ধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
সকাল সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড’র পক্ষে গোলাম মোস্তফা, আবুল হোসেন, সৈয়দ আলিসহ অন্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, সরকারি কলেজের অধ্যক্ষ ড. হাসান সরোওয়ার্দ্দী, উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক শেখ জাভিদ হাসান, আবুল হোসেন, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ নজিবুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলেজ শিক্ষক সমিতির অধ্যক্ষ নজিবুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির আবদুর রকীব, স্কাউট’র আজহারুল ইসলাম, আকতারুজ্জামান, ইউনুছ আলী, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ও পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, হেলাতলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, শিশু ল্যাবরেটরী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, মাস্টার আমজাদ হোসেন, গণজাগরণ মঞ্চের পক্ষে উচ্ছ্বাসসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, কলারোয়া ফুটবল মাঠে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত সকলের নজরকাড়ে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সার্বিক সহযোগিতায় ডিসপ্লে’র নেতৃত্ব দেয় ১০ম শ্রেণির শিক্ষার্থী তৈমুর আরেফিন তন্ময় ও খাঁন নুসরাত জাহান প্রান্তি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তজিবুর রহমান, আনারুল ইসলাম, সাইফুল আলম ও নাছরিন সুলতানার নিদের্শনায় ডিসপ্লেটি করা হয়। এছাড়া, কলারোয়ার সোনাবাড়িয়া, বিএসএইচ সিংগা, কাজীরহাট, চন্দনপুর হাইস্কুলে, সোনার বাংলা কলেজ, কাজীরহাট কলেজ, বেগম খালেদা জিয়া কলেজসহ অনেক প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জানা গেছে।
মন্তব্য চালু নেই