কলারোয়ায় পাট উৎপাদন বাজারজাতকরণে কৃষক দলনেতাদের প্রশিক্ষণ

মঙ্গলবার সকাল ১০টায় কলারোয়ায় পাট উৎপাদন বাজারজাতকরণ ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কৃষক দলনেতাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তালা উত্তরণ সংস্থার প্রকল্প ব্যববস্থাপক সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন তালা উত্তরণের মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল মামুদ, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান ও জুলফিকার আলী প্রমুখ। সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন প্রজেক্ট উত্তরণ সংস্থা বাস্তবায়ণে কেয়ার বাংলাদেশ সংস্থার সহযোগিতায় ৩দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে থেকে ৩০ জন দলনেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার জালালাবাদ, জয়নগর, হেলাতলা, দেয়াড়া ও লাঙ্গলঝাড়ার ৫টি গ্রামের পাট চাষের ইতিহাস, কৃষিতে পাটের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা, পাট চাষের উপযুক্ত সময় এবং প্রয়োজনীয় উপকরণ, পাটের বিভিন্ন জাত পরিচিতি, বৈশিষ্ঠ্য ও এর সুবিধা অসুবিধা সমুহ, জমি তৈরী,সার প্রয়োগ ও প্রদ্ধতি,বপন পদ্ধতি,বীজের পরিমান ও গাছের যনত্ব,আগাছা দমন, বালাই ব্যবস্থাপনা, পাট কাট,জাক দেওয়া ও জাকের আধুনিক পদ্ধতি(রিবন রেটিং), পাটের আধুনিক চাষ প্রদ্ধতি(জাত পরিচিতি), আধুনিক পদ্ধতিতে পাট বীজ উৎপাদন, আশের মান নিধারণ বা গ্রেডিংসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই প্রশিক্ষক কর্মশালায় আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই