কলারোয়ার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম স্বর্ণ পদকে ভুষিত হলেন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গ্রাম উন্নয়নের ক্ষেত্রে স্বর্ণ পদ পেলেন কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। তিনি গ্রাম উন্নয়নে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় কলারোয়ার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান মনোনিত হয়ে এ স্বর্ণ পদকে ভুষিত হয়েছে। ঢাকার দৈনিক আজকের বিনোদন পত্রিকা ও বিশ্ব মানবাধিকার সংগঠন এক জরিপ চালিয়ে তাকে মনোনিত করেন। এক্ষেতে কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন(ডেনাইট ইউনিয়ন পরিষদ) পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামকে ঢাকার দৈনিক আজকের বিনোদন পত্রিকা সম্পাদক সালাম মাহমুদ ও বিশ্ব মানবাধিকার সংগঠনের উপদেষ্টা বৃষ্টি চৌধুরী এ স্বর্ণ পদক তুলে দেন। এসময় ওই সগঠনের পক্ষ থেকে একটি সদন পত্রও তুলে দেওয়া হয়। এদিকে ঢাকার দৈনিক আজকের বিনোদন পত্রিকা সম্পাদক সালাম মাহমুদ ও বিশ্ব মানবাধিকার সংগঠনের উপদেষ্টা বৃষ্টি চৌধুরী কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের উদ্দেশ্যে বলেন, তার এই মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এদিকে কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম শ্রেষ্ট ইউপি চেয়াম্যান নির্বাচিত হওয়ায় এবং স্বর্ণ পদকে ভুষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আ’লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান মজনু চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
মন্তব্য চালু নেই