কলারোয়ায় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প উদ্বোধন

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ৪ দিন ব্যাপি (২০-২৩) পঞ্চম জাতীয় বিদ্যুৎ ক্যাম্প-২০১৬ উদ্বোধন করা হয়েছে। কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুৎ, জ্বালানী-খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়াজনে পঞ্চম বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা স্কাউটসের কমিশনার প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ এর জুনিয়র ইঞ্জিনিয়ার হোসেন আলী, উপজেলার স্কাউটস’র কোর্স লিডার ইউনুছ আলী, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ইবাদুল হক, স্কাউটস লিডার আ. ওহাব মামুন, অনুপ কুমার, তহমিনা পারভীন লিলি, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আঃ মোতালেব, শিক্ষক আজাহারুল ইসলাম, সাঈদ, মাফুজুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ। বিদ্যুৎ ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্কাউট লিডার মাস্টার মনিরুজ্জামান।



মন্তব্য চালু নেই