অ্যাম্বাসেডর হলেন সাংবাদিক আব্দুর রহমান

‘আমার এমপি ডট কম’-এ বাংলাদেশ জাতীয় সংসদের ১০৬ নং, সাতক্ষীরা-০২ আসনের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুর রহমান। সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি তার অফিসিয়াল প্যাডে আব্দুর রহমানকে তার সংসদীয় আসনের উন্নয়ন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করার উপযুক্ত বলে সুপারিশ করেন।

সংসদ সদস্যদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এগিয়ে চলেছে ‘আমার এমপি ডট কম’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিদের সার্বিক কর্মকাণ্ডের খোঁজ রাখতে; ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিদের সঙ্গে জন সাধারণের যোগাযোগকে আরও সহজতন করে তুলতে এ উদ্যোগ।

আমার এমপি ডট কম এ গিয়ে নির্বাচনী আসনের সাধারণ নাগরিক বা দেশের যে কোন নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাবেন এই ওয়েব সাইটের মাধ্যমে। www.amarmp.com- সাইটে গিয়ে যে এমপিকে প্রশ্ন করতে ইচ্ছুক সেই এমপিকে খুঁজে বের করে প্রশ্নটি করা যাবে। প্রশ্নকারীর উত্তর দিতে সাহায্য করবেন একজন ‘আমার এমপি ডট কম’র অ্যাম্বাসেডর। মূলত অ্যামবাসেডগণ আমার এমপি ডট কম কর্তৃপক্ষের প্রতিনিধি হয়ে সংশ্লিষ্ট সংসদীয় আসনের ‘স্বচ্ছাসেবক’ হিসেবে কাজ করবে।



মন্তব্য চালু নেই