দুর্গাপুরে শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে চারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউিনিটি এডুকেশান ওয়াচ গ্রুপের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসিও ইকোনোমিক রুরাল এডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) এর সহযোগিতায় শিক্ষা বিষয়ক বার্ষিক পর্যালোচনা ও প্রতিফলন সভা অনুষ্ঠিত হয় শনিবার।

শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় ওয়াচ গ্রুপের সভাপতি কম্প কান্তি ম্রং এ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউ,পি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু, উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, সেরা নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম চন্দন, সেরা উপজেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা ও চলতি বছরের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এ সময় ১৫টি বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি প্রতিনিধি, পিটিএ প্রতিনিধি সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই