সাতক্ষীরা সীমান্তের বিপরীতে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত ব্যক্তি হলো কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে আবুল হোসেন সরদার (৫০)। সে পেশায় মধুয়াল। থানা সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার ভাদিয়ালী সোনাই নদী পার হয়ে মধু সংগ্রহ করার জন্য ভারতের মধ্যে চলে যায় আবুল হোসেন। এসময় ভারতের বিথারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। পরে বেলা সাড়ে ৩টার দিকে মাদরা বিওপির হাবিলদার সুকুমার রায়ের নেতৃত্বে সীমান্তবর্তী চান্দা মেইন পিলার ১৩/৩ এস-এর ১২ আরবির নিকটে ভারতীয় বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী মধূ সংগ্রহকারী আবুল হোসেনকে হস্তান্তর করা হয়। এঘটনায় কলারোয়া থানায় মামলা (নং-১১/১৪) হয়েছে।



মন্তব্য চালু নেই