মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরার কলারোয়ায় উপবৃত্তির প্রায় সাড়ে ৭লাখ টাকা ফেরত

সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির প্রায় সাড়ে ৭লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে। অনিয়মিত, বিবাহিত, ট্রান্সফারড, ঝড়েপড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই উপবৃত্তির টাকা প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরত পাঠিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকায়েপ প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (৪৮টি বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসা) অধ্যয়নরত ৯১৮১ জন পিএমটিভুক্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ২০১৩ সালের দ্বিতীয় কিস্তির (জুলাই-ডিসেম্বর) উপবৃত্তির অর্থ সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। উপবৃত্তির অর্থ বাবদ প্রকল্পের প্রধান কার্যালয়ে থেকে ৯ হাজার ১শ’ ৮২ জন শিক্ষার্থীর বিপরীত ৮৩ লক্ষ ৯০ হাজার ৮শ’৩০ টাকা বরাদ্দ হয়েছিলো। তন্মধ্যে ৮ হাজার ৬শ’ ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ লক্ষ ৪১ হাজার ২শ’ ৪০ উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। আর অনিয়মিত, বিবাহিত, ট্রান্সফারড, ঝরেপড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ৫শ’ ২৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৭লাক্ষ ৪৯হাজার ৫শ’ ৯০ টাকা উপবৃত্তির প্রকল্পের প্রধান কার্যালয়ে ফেরৎ প্রদান করা হয়েছে।



মন্তব্য চালু নেই