ঝাউডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর অভিযানে ৩ লক্ষ টাকার ভারতীয় ইলেকট্রিক সামগ্রী উদ্ধার

সাতক্ষীরা ৩৮ বিজিবির আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে কলারোয়ার ঝিকরা এলাকা থেকে ৩ লক্ষ টাকার ভারতীয় ইলেকট্রিক সামগ্রী উদ্ধার করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত ৩ টার দিকে হাবিলদার মোশারাফ হোসেনের নেতৃত্বে কলারোয়ার ঝিকরা এলাকায় বিজিবি সদস্যরা টইলরত ছিল।

এসময় তারা গোপন সংবাদে জানতে পারে চোরাকারবারির একটি দল মটরসাইকেল যোগে ভারতীয় মালামাল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখোনে ওৎ পেতে থাকে। চোরাকারবারির দল উক্ত স্থানে আসা মাত্রই বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মালামাল ফেলে পালিয়ে যায়।

এসময় সেখান থেকে ১০০ পিস ভারতীয় সাবমিটার ও ৫টি এ্যাম্পিলি ফায়ার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩ লক্ষ টাকা। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি।

উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা বিজিবি হেড কোয়াটারে পাঠানোর প্রস্তুতি চলছিল।



মন্তব্য চালু নেই