দেবহাটায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জামায়াত কর্মীর নাম নুরুল আমিন (৩২)। সে দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে। শনিবার ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের উপর জামায়াত সমর্থকরা বোমা হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত কর্মী নুরুল গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ২টি লোহার রড ও বিষ্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে। পুলিবিদ্ধ নুরুল আমিনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস.আই কামাল হোসেন জানিয়েছেন, শনিবার রাত দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশ খবর পায় জাকির মেম্বরের দোকানের পাশে জামায়াত শিবির সমর্থকেরা নাশকতার পরিকল্পনা করছে। এসময় দেবহাটা থানা পুলিশ সেখানে অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন ঘটায়।

পুলিশ আত্মরক্ষার্থে এসময় কয়েক রাউন্ড গুলি চালালে জামায়াত নেতা নুরুল আমিন গুলিবিদ্ধ হয়। এঘটনায় পুলিশের ২জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এস.আই কামাল আরো জানান, নুরুল আমিন দেবহাটার আবু রায়হান ও আল আমিন হত্যাসহ ৬ মামলার আসমি। সে দীর্ঘদিন পলাতক ছিল।

তবে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, গুলিবিদ্ধ নুরুল আমিন জামায়াতের দায়িত্বশীল কেউ নন। তবে সে জামায়াতের একজন সক্রীয় কর্মী বলে তিনি দাবী করেন।



মন্তব্য চালু নেই