দেবহাটায় মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা প্রশিক্ষন কেন্দ্রে ৪র্থ ব্যাচের মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর ১ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, প্রশিক্ষনার্থী মুর্শিদা পারভিন, প্রশিক্ষনার্থী সায়মা খাতুন ও প্রশিক্ষনার্থী সুমা রায়।
প্রধান অতিথি প্রশিক্ষনার্থী মহিলাদেরকে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহবান জানান। শেষে প্রশিক্ষনার্থী ১৫ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই