কলারোয়ায় বোরো চাল ও ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সরকারি খাদ্য গুদামে বোরো চাল ও ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ধান/চাল সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় তিনি বর্তমান সরকারের নানামুখী সাফল্যের কথা উল্লেখ করে চাতাল মিল মালিকদের মধ্যে মতবিরোধ না রাখার আহবান জানান। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলতি বোরো মৌসুমে কলারোয়া উপজেলা সরকারি খাদ্য গুদামে ২শ ৫৫ মেট্রিক টন ধান ও ৫শ’ ৩ মেট্রিক টন চাল চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।

কলারোয়া খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাফিজুর রহমানের আয়োজনে এবং কলারোয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলার চাতাল মিল মালিক নেতা আঃ লতিফ, মোঃ রফিক, শেখ রাশেদ উজ্জামান প্রমুখ।



মন্তব্য চালু নেই