কলারোয়ায় চাঁদার দাবিতে ফার্মেসীর মালিককে হাতুড়ি পেটা

সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীরা এক ফার্মেসী মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাক্তক জখম করেছে। স্থানীয়রা ওই ফার্মেসী মালিককে অচেতন অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টার দিকে। কলারোয়া থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, কলারোয়া বাজারের হাসপাতাল সড়কের এভারগ্রীন ফার্মেসীর মালিক আশরাফ হোসেন (৪৭) তার দোকান খোলার সময় পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের এক যুবক ২লাখ টাকা চাদা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে হাতুড়ি পেটা করে ওই যুবক। এঘটনায় ওই দিন রাতে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই