সাতক্ষীরা সীমান্তে ২৪ বাংলাদেশি আটক
ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার পথে সাতক্ষীরা সীমান্ত থেকে এক দালালসহ ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তারা আটক হন।
আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, যশোর ও ফেনী জেলায়।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নিখিল বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে আটক এক দালালসহ ২৪ বাংলাদেশি নাগরিককে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই