কলারোয়ায় গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

কলারোয়ায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন তরান্বতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গুটি ইউরিয়া প্রযোগ প্রযুক্তি শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আইএফডিসির আয়োজনে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়ীয়া আ’লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জিএম মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএফডিসির ডেপুটি টিপ অফ পাটির ড. ইয়াম কান্তা গিরি। এসময় তিনি বলেন, অধিক সার প্রয়োগ করলে মাটির উর্বরতা শক্তি কমে যায়। গুটি ইউরিয়া সার গোড়া ইউরিয়ার তুলনায় ফসলি জমিতে কম লাগে এবং আগাছামুক্ত হয়। ধানের চারার প্রতি চার গোছার মাঝে গুটি ইউরিয়া প্রয়োগ করা হয়। গুটি ইউরিয়া ব্যবহারে কম খরচে অধিক ফলন হয়। বিঘা প্রতি কমপক্ষে ২৫/২৬মণ ধান উৎপাদন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কনসালটেন্ট অপ অডউএর ডেপুটি ডাইরেক্টর মোঃ সালেহ আহম্মেদ, জেলা প্রশিক্ষক কর্মকর্তা জিএম আঃ গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খান মোহাম্মাদ মমতাজ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব শেখ আবুল হাসান, আবির হোসেন, কেলালকাতা ইউনিয়নের নাকিলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রসুল, উপ-সহকারী কৃষি কর্মকতা মাহফুজুল কবির, লুৎফর রহমান, সোরাজ মোড়ল, আলহাজ্ব আব্দুল মালেক,সোনাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার হাবিবুর রহমান হাবিব।



মন্তব্য চালু নেই