কলারোয়ায় ৪টি হত্যা মামলার এক আসামিসহ গ্রেফতার দুই

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি হত্যা মামলার এক আসামিসহ দুই ব্যক্তিকে শুক্রবার গ্রেফতার করেছে। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শেখ শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভার সামনে থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি হলো সাতক্ষীরা সদরের মাগুরা এলাকার আব্দুল হামিদের ছেলে বোরহান ছোট্ট ওরফে হৃদয় (৩২)। সে গত ২/৩বছর ধরে টাকার বিনিময়ে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ভাড়াটিয়া খুনি হিসাবে কাজ করতো। সে এর মধ্যে আমান হত্যা, পিন্টু হত্যা, কলারোয়া দুটি শিশু হত্যা, সাতক্ষীরায় ৪০ভরি স্বর্ণের গহনা ছিনতাইসহ কলারোয়া, আশাশুনি, দেবহাটা, শ্যামনগর, পাইকগাছা, যশোর, শার্শা ও সাতক্ষীরায় একাধিক মামলাসহ ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারের খবর পেয়ে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ’র ওসি লস্কার জাহিদুল হক গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাবাদের জন্য সাতক্ষীয়ায় নিয়ে যান। এদিকে, কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে। কলারোয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ওফাপুর গ্রামের মৃত. চাঁদ আলীর পুত্র দিশারাত আলী (৫৫)কে তার বাড়ি থেকে আটক করেন। আটককৃত দিশারাত আলীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে সিআর-৬৮/০৯,টিআর-৩৫৩/১৫মামলায় ওয়ারেন্ট রয়েছে।



মন্তব্য চালু নেই