কলারোয়া মহাসড়কে প্রকাশ্যে ট্রাক থামিয়ে চাঁদাবাজী ॥ নিরব প্রশাসন

কলারোয়ায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে চলন্ত গাড়ী থামিয়ে চাঁদা তোলার অভিযোগ উপঠেছে।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে,কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনে, আলিয়া মাদ্রসার সামনে, সরকারী কলেজের সামনে, এমনকি উপজেলার সামনে ও কোল্ডষ্টোরের সামনে ৩/৪জনের একটি দল লাঠি নিয়ে চলন্ত ট্রাক, নছিমন, ট্রলি,বাস থামিয়ে টাকা তুলছে। যদি কোন ব্যক্তি টাকা না দেয় তাহলে তাকে পিটিয়ে জখম করছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে ও সরকারের ভাবমুর্তি নষ্ট করার চক্রান্তে এক কাজ করছে বলে এলাকাবাসী মনে করেন। অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

পুলিশের সহযোগিতা নিয়ে না কি এক কাজ গুলি করছে চাঁদাবাজরা। তারা স্বচক্ষে দেখলেও কোন ব্যবস্থা না নেওয়ায় জেলা পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবিরের আশু হস্তক্ষেপ কামনা করেছে যাত্রীবাহী বাস, ট্রাক ড্রাইভারগণ।



মন্তব্য চালু নেই