সাতক্ষীরায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
সাতক্ষীরায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার মিলনায়তনে এ সার ও বীজ বিতরন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মহিলা কাউন্সিলর কহিনুর ইসালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সাদী।
এসময় সদর উপজেলার ৯৭০ জন কৃষকের মাঝে নেরিকা ধানের বীজ এবং ৮৮০ জন কৃষকের মাঝে উপষী ধানের বীজ বিতরণ করা হয়। এবং প্রত্যেকে ২০ কেজি ইউনিয়া সার ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া নেরিকা ধানের জন্য কৃষক প্রতি ৮শ টাকা এবং উপষী ধানের জন্য কৃষক প্রতি ৪শ টাকা বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই