সাতক্ষীরা সংবাদ (১২/৬/১৪)

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥
## সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট সভা
জেলা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় ২০১৩-১৪ অর্থ বছরের ২,৮৭,৪৯,৯৬৯/- প্রকৃত আয় এবং ব্যয় ২,৮৭,৪৯,৯৬৯/- এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরে ৩,০১,৭৬,২৪০/- আয় এবং ব্যয় ৩,০১,৭৬,২৪০/- উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সদর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, গিয়াস উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজন।

## সাতক্ষীরায় ১১ দফা দাবিতে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারি লীগের মিছিল ও সমাবেশ
জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় বকেয়া বেতন পরিশোধ ও ওভার টাইম ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারি লীগ। বুধবার সকাল ১১টার দিকে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারি লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতা-কর্মীরা পাওয়ার হাউজের সামনে এ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারি লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র দাশ।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, শ্রমিক নেতা রুহুল আমিন, আব্দুল লতিফ, ইমদাদ হোসেন, জিয়া উদ্দিন, মামুন হোসেন প্রমুখ। এতে বক্তারা পোষ্য কোটা প্রদান, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করাসহ ১১ দফা দাবি তুলে অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

## ইবি’র অধীনে ফাযিল স্নাতক পরীক্ষা শুরু আজ ॥ আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭৯
জেলা প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী একযোগে ফাযিল স্নাতক ২০১৩’র ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। দেশের ১ হাজার ৫শ’ ২৩টি মাদ্রাসার ১ লাখ ১৩ হাজার ৪শ’ ১০ জন পরীক্ষার্থী ৬১টি জেলার ২শ’ ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে সুত্রে জানা যায়। এ বছর ফাযিল (স্নাতক) প্রথম বর্ষের পরীক্ষার্থী ৪৬ হাজার ৫শ’ ১৯ জন, দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৪ জন এবং তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ২৯ হাজার ৮শ’ ২৭ জন। এর মধ্যে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪টি মাদ্রাসা হতে মোট ৫৭৯ পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন। এর মধ্যে ১ম বর্ষে ২৩১ জন, ২য় বর্ষে ১৭৮ জন এবং ৩য় বর্ষে ১৭০ জন পরীক্ষার্থী। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সভাপতি হিসাবে তদারকি করবেন। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



মন্তব্য চালু নেই